বিজ্ঞান প্রযুক্তি বৈভবে এগিয়ে চলছে বিশ্ব আগামীর দিশায়
এই বিশ্বের নাগরিক কারা, সাধারন মানুষ কোথায় ?
আছে কি তার প্রকৃত তথ্য ? বিশ্ব-শান্তির দূত, নেতাদের কথায়
জলে দুধ মেশানো সার্ভে রিপোর্ট, প্রতিপদে লক্ষ কোটি অর্থ উবে যায়
কার ভাঁড়ারে কত মারণাস্ত্র সে হিসেব পাক্কা, তবুও শান্তির গান গায়
নেই তথ্য, বিশ্বের কত শতাংশ মানুষ পেট ভরে সুষম খাবার পায় ?
এগিয়ে চলেছি ক্ষেপণাস্ত্রে, যুদ্ধ জাহাজে-বিমানে, সবই বিজ্ঞানের দান
কখন কাকে উস্কে সমরাস্ত্র বেচতে হয়, অজানা নয় কারো সেই গান
সধারন মানুষ বাদে সব্বাই দাবীদার এই গ্রহের, লড়িয়ে জান মান
গোঠে বাঁধা পশু ও ঘাস জল পায়, সাধারনের মিটল না পেটের টান
আরও লাভের আশায় পৃথিবী ছেড়ে এগিয়ে চলেছি, নতুনের সন্ধান
যখন এই মাটিতেই বিনা চিকিৎসায় প্রতিমুহূর্তে যাচ্ছে অগণিত প্রাণ।
এগিয়ে চলেছি প্রতিদিন নানা কসরতের মহড়ায়, সংহারে মানব প্রাণ
পারমাণবিক থেকে জৈব অস্ত্রে গোপনে দিয়ে চলেছি অবিরাম শান
যেন কাঁচের ঘরে বসেই পাথর ছোড়ায় মশগুল, অবিবেচক খানদান
ভাবিনা একবারও যদি মজুদ অস্ত্রের বিস্ফোরণে এই গ্রহ হয় খানখান
হায়রে মানুষ, বিজ্ঞানের দানে হতে পারত যখন সুশোভিত শান্তির ধরা
সেখানে এখন দুষ্কৃতীর তান্ডব, হিংসার আগুন জ্বলছে জগত জোড়া।
সোনারপুর
৫/০৮/২০২২