মুখস্তয় পারদর্শী উপলব্ধিতে শূন্য
প্রশ্নে বিচলিত বন্য
বিতর্কিত ভাবনায় করে হাঁকডাক
স্বার্থে উপদেশে ফাঁক
প্রমাণ ছড়িয়ে জগত জোড়া  
চিত্রকল্পের ডোজটা কড়া।      

সোনারপুর
১৩/০৯/২০২২