সত্যি গুলো খাচ্ছে খাবি
মিথ্যে দেখি পেশী ফোলায়
কেস্ট সেজে বাজায় বাঁশি
সবটা নাকি নিরামিষ ভাবনায়
বরের মাসি কনের পিসি
অস্তাদ সে বাদুড় নামায়
চাবির গোছা হাতে রাখি
আমিষ মধু মাখে গায়
নেংটা মনে দিবা নিশি
নানা অছিলায় কেত্তন গায়
পছন্দের মুখে দেখতে হাসি
সুযোগ বুঝে ডিগবাজি দেয়
অপছন্দে, নানা ছুতোয় ভাসি
কেমন করে সরানো যায়
লাভা লাভের হিসেব কষি
হলুদ মাখে সারা গায়।
সোনারপুর
২৭/০১/২১