সময় যখন খারাপ হয়, মানবিক মূল্য তলানিতে ধায়          
বোঝে না কেউ মনের কথা শেষ ওভারের ব্যাথা  
ভালোলাগায় রাশ টানলে মন কি তাতে দেবে সায়        
সময় যখন খারাপ হয়, মানবিক মূল্য তলানিতে ধায়।  

এক্সট্রা টাইমে কি আর হবে ! হারালে হারাবে ভোকাট্টায়    
থাকা না থাকা নেই তো হাতে, নয় এ কেবল কথার কথা  
সময় যখন খারাপ হয়, মানবিক মূল্য তলানিতে ধায়          
বোঝে না কেউ মনের কথা শেষ ওভারের ব্যাথা ।

সোনারপুর
০৩/০৯/২০২২