এ মনের একতারাটা
কেন কৃষ্ণ কথা বলে না
উদয় অস্ত ভেবেই গেলাম
সত্য খুঁজে পেলাম না
তারে যতই বাঁধি ভাবের মিড়ে  
তাল লয় সে মানে না।  

ভাসলে মনে ভাবের খেয়া  
মোনাজাতে মাঙি দোয়া
মধুর ধ্বনি শোনার আশায়
এ ভবের গোলক ধাঁধায়  
ভাগ্যের হাতে পুতুল হয়ে
জুটল শুধুই ঘানি টানা
মনা; কৃষ্ণ কথা বলে না।  

মনার ছেঁড়াতারে বাঁকা চলন    
দিনে দিনে বাড়ায় দহন
কর্মগুনে হৃদ মাঝারে    
চলে দেবা-সুরের মন্থন  
তবু অমৃত সে রয় অধরা  
জীবন করে ছলনা।

সোনারপুর
১/০৬/২১