কে আছো গো মানের ঘরে, খিলটা খুলে দেখাও মুখ
বুঝে নিই মান হারালে কতটুকু, যায় না ছেড়ে সুখ
মানের বোঝায় হয়ে নাকাল অষ্টপ্রহর নানা অসুখ
কে আছো গো মানের ঘরে, খিলটা খুলে দেখাও মুখ
কখন যায় সে, কখন আসে, কিসে মান কিসে দুখ
কোন মানসে যায় না মান অতলে তার দিলেও ডুব
কে আছো গো মানের ঘরে, খিলটা খুলে দেখাও মুখ
বুঝে নিই মান হারালে কতটুকু যায় না ছেড়ে সুখ।
সোনারপুর
২৫/০৮/২০২১