ভুলে যাওয়া স্মৃতিগুলো কেন যে নতুন করে জাগছে
চলতে চলতে বলা কথাগুলো, বারে বারে মনে পড়ছে  
বিবর্ণ সময়ের আড়ালে থাকা কষ্টগুলো কেন উত্তাপে গলছে
জানি না, হারানো আকাশটা অসময়ে কিছু কি বোলতে চাইছে !

জীবন তরঙ্গে ওঠা পড়ার হিসেবে বিস্তর ফারাক নজরে আসে
শোধরাবার সময় শেষ, তবুও চঞ্চল হয় অন্তরে একলা ভাসে
চলতে চায় সে নদীর মতন, কুলে কুলে তুলে সুরের মাতন
কিনারায় দাঁড়িয়ে দিনের শেষে, দেখে যায় সে নতুন স্বপন।

সোনারপুর
২/১২/২০২১