হিসেব করে দেখবে ভাই
কোথায় তোমার ঠাঁই ?
সেবক সেবিকার হাজার সুখ
তোমার ঘোচেনা দুঃখ
দশক দশক গড়িয়ে গেল
ভাঁড়ার কাদের স্ফীত হোল ?  

সোনারপুর
২৪/০৪/২০২৩