হে নিবেদিত সৈনিক, সাধারনের বিদ্রোহী নায়ক; দেশমাতৃকার অমর সু-সন্তান
ক্ষমা করে দিয়েছ কি তাদের? যারা ক্ষুদ্র স্বার্থে মাকে ও ভেঙে করেছিল খান খান
ক্ষমা করেছ কি তাদের, যারা মুখোশে হিতৈষী ছিল দেশের, আসলে সাম্রাজ্যবাদের জান
ক্ষমা করেছ কি তাদের, যাদের জন্য তোমার প্রিয় দেশবাসীর মনে আজো পুঞ্জিত অভিমান!
হে দেশমাতার অগ্নিপুত্র, তোমার তুলনা শুধু তুমিই ভারতবাসী ভোলেনি তোমার দান
আজো স্মরণ করি তোমার আদর্শ, তোমার ত্যাগ, অখন্ড স্বাধীনতার পক্ষে অভিযান
হে নির্ভীক, হে দুরন্ত প্রলয়ের জটাজাল, শত্রু শিবিরে কাঁপন ধরানো অগ্নিকুণ্ড
ক্ষমা করেছ কি তাদের ? যারা ক্ষমতার লোভে কুট চক্রান্তে আমার মানচিত্র করেছে খন্ড।
হে বীর যোদ্ধা, হে ত্যাগী তুমি তো জানো, সাজানো ইতিহাসে আছে কত লুকোচুরি খেলা
প্রতিটি শৈশব কাটে অসত্য জেনে জেনে, কুচক্রী তাঁবেদার বংশবদ শয়তানদের কথার মেলা
কি ভাবে জাগবে দেশাত্মবোধ ? জিজ্ঞাসু মনের সঠিক উত্তর কি মেলে সকল চলতি নথিপত্রে
প্রতিটি পরিণত মন আজ ক্লান্ত, তথ্যের গরমিল; দ্বিচারিতার গোপন কৌশল ইতিহাসের ছত্রে ছত্রে।
কমিশনের পর কমিশন হয়, সত্য প্রকাশে ইচ্ছুক নয় কেউ, মানুষ জানতে পারেনি প্রকৃত তথ্য
প্রাণপণ চেষ্টায় কেন সত্য গোপন, রেঙ্কোজিতে রাখা ভস্মাধার কার ? জানা যাবে কি সত্য
কাদের বাঁচাতে আতস কাঁচের নামে এত ভয়, এ দেশে ক্ষমতার অলিন্দে যারাই আসে যায়
এ দুর্ভাগা জাতি কি থাকবে অন্ধকারে ? গনতন্ত্রের পূজারীদের কি সত্যই নেই কোন দায় ?
হে প্রাণের নায়ক তুমি ক্ষমা করে দিলেও, ছিন্ন মানচিত্রের উত্তরাধিকার আমরা পারিনি
শিকড়ের কান্নায় কাঁদে অতৃপ্ত শহীদের আত্মারা, কাঁদে মানুষের মন, কাঁদে প্রিয় জননী
কেউ দেখালো না আলো অন্ধকারের শেষে, তাজা খুনে আজো ভেজে স্বপ্নের মানচিত্র
হীন ষড়যন্ত্রে যারা পায়ে দলেছিল মানুষের আশা, তারা কি সৎ ? নাকি ঘৃন্ন খল চরিত্র !
২৩ জানুয়ারি ২০২৫