নিতে তো আসিনি, কেউ আসে না নিতে
কখনো কখনো বুঝলেও ভুলে যায় মন
অনুভবে ভয়, করতে পারে না সমর্পণ
সময়ের খেয়ালে করা, আমার আমার চারিভিতে
রোগা অথবা স্থুল, শক্তিমান অথবা শক্তিহীন
সুন্দর অথবা নয়, জয় অথবা পরাজয়
সময়ের প্রলাপ ছাড়া আর কিছু নয়
ক্ষুদ্রতর অথবা মহীরুহ সবই কালের অধীন
আজ এখনি অথবা কাল, হয় মেনে নিতে
নিতে তো আসেনি কেউ, এসেছে সবাই দিতে।
অসহনীয় কষ্ট অথবা বৈভবের কাল যাপন
দুইশত ছয়খানি হাড্ডির খাঁচা ও নয় আপন
খোলসে ঢাকা অজানা অচেনায় কনিকার বিচরন
ঢলাঢলি কথাকলি আলাপন থাকে না চিরন্তন
কেহ জাগে কেহ ঘুমায়, জানে শুধু সময়
আধারে থেকেও অধরা সে অনন্ত রুপময়।
আঁধার হতে পাওয়া সব আঁধারেই থাকে
দিয়ে যেতে হবেই গচ্ছিত ধন পরহাতে
ভোগ দখলের সত্ত্ব মাত্র, নয় মালিক
এখানে সেখানে উড়ে খুঁটে খাওয়া শালিক
দুটি পাতা থেকে মহীরুহ একই পরিণতি
পথ মিলেছে একসাথে বাঁধা ছকেই গতি
কার ধন কে যায় নিয়ে ক্ষমতা কোথায়
সত্ত্ব শেষে হারায় নিমেষে কোন সে মায়ায়
বসন্তকুসুম ঝরে যায় দিনশেষের সালাম দিতে দিতে
নিতে তো আসিনি, কেউ আসে না নিতে।
সোনারপুর/২৪/০৫/২০২৩