নৈরাজ্যের পেশীর ছায়ায় নাকি চেতনার উন্মেষে হবে সমাধান
কার ভালো, কাদের ভালোতে প্রবাহিত জিজ্ঞাসা অনন্ত কাল  
কতটুকু লাভ সমাজের,  নাকি পুরোটাই একীভূত স্বার্থে বহমান
নৈরাজ্যের পেশীর ছায়ায় নাকি চেতনার উন্মেষে হবে সমাধান।
কলম থমকে যায় তুল্যমূল্য দোলাচালে, জনমন নিশ্চিত সন্ধিহান
রাজনীতি কোথা হতে আসিয়াছ ! প্রতিপদে বিছাও ব্যবধানের জাল
নৈরাজ্যের পেশীর ছায়ায় নাকি চেতনার উন্মেষে হবে সমাধান
কার ভালো কাদের ভালোতে প্রবাহিত জিজ্ঞাসা অনন্ত কাল।  

সোনারপুর
১৬/০৩/২০২৩