মন যমুনায় ডুব দিয়ে
কোন প্রেমিকা যায়
মানস পটে ছবি আঁকে
ধরা নাহি দেয়
জানে কি মনের খবর
তাকে ছুঁতে চায়।

এই মনটা নিয়ে কিযে করি
একলা ভাসাই স্বপ্ন তরী
ঘুম আসে না চোখের পাতায়
কে করল ঘুম চুরি।

জানি না সে কোথায় থাকে
প্রেম সমুদ্রে সাঁতার কাটে
সকাল দুপুর চাঁদনি রাতে
ঢেউ তুলে সে মন যমুনায়  
কোথায় তরী ভেড়ায়।  

আহা মন যমুনায় ডুব দিয়ে
কোন প্রেমিকা যায়।


সোনারপুর
৩১/০১/২০২৩