ভাব বাদ আর রাজনীতি, দুটোতেই মানুষ ভীষণ অসহায়
শোষণই দুই বাদের চালিকা শক্তি, যে যখন সুযোগ পায়
ক্ষমতার আঁতুড় ঘরে হিংসাই প্রাধান্য পায়, মানবতা নয়
চুড়ান্ত পর্বে পৌঁছতে একে অন্যের ঢাল, ছদ্ম সমঝোতায়
লক্ষ্য অভিন্ন, শোষণের অধিকার কায়েম রাখা, মঙ্গল নয়
যা দেখে হয়ত তাবৎ বন্য প্রাণও শিহরিত হয় লজ্জায়।
দুর্যোগে মহামারীতে প্রাণ গেলেও, ভাব বলে প্রভু দয়াময়
বুলেটে ঝাঁজরা মানবতা, রাজনীতি ছক কষে লাভ ওঠায়
অপব্যখ্যায় মজে যুগে যুগে প্রাণ নিধনে তৎপর, করে ভুল
ভাবনায় আসে না ! শয়তানের প্রার্থনা কখনো হয় না কবুল
মানুষ ছাড়া বিশ্বাসের অস্তিত্ব নেই, একথা বোঝে না প্রচারক !
নাকি জেনে শুনেই বিপথে চালনা করে সামাজিক বিশ্বাসঘাতক !
মানুষ থাকলে মানুষের ভালোবাসায় বাঁচে সব মত, বিশ্বাস
জন্মান্ধ, নির্বোধ ও বোঝে নিজ অস্তিত্ব, যতক্ষন বয় শ্বাস
কোন কাহিনীতে আছে প্রাণের নিধনে খুলে যায় বেহস্তের পথ
কোন উপদেশে বলা আছে মানুষ ছাড়াই গড়ায় ধর্মের রথ
একবার ভাবো হে প্রচারক, অন্ধকার মুক্তিতেই হও সহায়
অপকর্মের চেয়ে নিষ্কর্মা থাকো, তাতেও মানুষ হবে না অসহায়।
সোনারপুর
১৮/০৮/২০২১