আলোচনার নামে উসকে দিয়ে, চলে কচ-কচানি এক নাগাড়ে      
ভাঁড়ে ভাঁড়ে ফালতু তর্ক, নজর সবার পচা ভাগাড়ে  
কে খুঁড়েছে কার কবর, যুক্তি শূন্য কথার বহর  
টি আর পি বাড়ে কৌশলে, ব্যবস্থা বেশ জবর ।  

সুস্থ ভাবনা গোল্লায় দিয়ে, শ্রবন ইন্দ্রিয়ে ঘণ্টা বাজায়  
জন মানস অসুস্থ করে, আলোচনার নামে ঝগড়া শোনায়
পক্ষে বিপক্ষে ঘণ্টা খানেক, ঘেউ ঘেউ হুক্কা হুয়ার ডাক  
চোর মহাচোর সবাই সাধু, ফালতু কথায় কাদা ছেটানোর হাঁক ।    

ডিগবাজী আর গলাবাজীতে বিরক্ত মানুষ, ভেল্কি চলে সদাই  
পর্দা জুড়ে তর্কাতর্কি, নেই সমাধান, মানুষের অবস্থা নেহাই  
ভাঁড়ে ভাঁড়ে ঠোকা–ঠুকি, ফালতু কথায় ঘোরে মানুষের নজর
সময় শেষে যায় বোঝা, আলোচনা আসলেই বিভ্রান্তির আসর।    
        
সোনারপুর
১৮/৭/২১