কষ্ট পেতে পেতে ভালবাসার রঙ যখন বিবর্ণ হয়
ফিনিক্স পাখির মতই জন্মায় কবিতা, অদ্ভুত বিরহময়
স্বপ্ন কুঞ্জের বাসনা আতঙ্কে খোঁজে অনাবিল মুক্তির যাপন
কেহ বা হারায় বোধ, তুষের অনলে কাহারো হয় দহন
সকালের রোদ, ফুলের হাসি, গোধূলির নিসর্গ, সবই বিমর্ষ
জীবনের বিবর্ণ পাতায় দহনের বিলাপ, ছাইয়ের স্তুপে হর্ষ
বোঝা না বোঝার দ্বন্দে রোদেলা দিনেও আঁধারের আনাগোনা
তালগোল পাকানো ভাবনার জটাজালে নিজেকেই মনেহয় অচেনা
কবিতারা আসে মৃদু চরণে, বিরহ অনলে আবেগের ঝড় তুলে
যেন বলতে চায় প্রেমে চিরকাল দুঃখই বেশী, যেওনা তা ভুলে।
সোনারপুর
০১/০৮/২০২১