দুয়ারে দাঁড়িয়ে দুঃসময়, অন্তর জুড়ে বহে বেদনার নদী
মানুষ আজ ভীষণ একা, শঙ্কায় কাটে প্রহর, ধীরগতি
বুকে চেপে কান্নার স্রোত তোমার প্রভায় খোঁজে শান্তি
হে প্রিয় পদ্মনাথ; যুগশ্রেষ্ঠ দার্শনিক, তোমারে জানাই প্রণতি।
তোমার ভাবনায় দেখেছি মানুষই ছিল সব, মানুষই দেবতা
সুখে দুঃখে আশ্রয় দিয়েছ হৃদয়ে, প্রশমিতে সকল ব্যথা
হে সর্বজ্ঞ ঋষি মানুষের মাঝেই দেখেছিলে অমৃতের ধাম
প্রেমের ধর্মে দাও দীক্ষা, নাও মানুষের শতকোটি প্রণাম।
বারেবারে বলেছ প্রেমেই পূর্ণতা, প্রতাপে নয় সে চিরদিনের
জ্ঞানে প্রেমে অনেক প্রভেদ, কুস্তিতে জয়ী জ্ঞান; প্রেম সৌন্দর্যের
অহংসীমায় আবদ্ধ জ্ঞান অপূর্ণ, পূর্ণতা পায় চিরকাল বৃহতে
হে বিশ্বপথিক দেখাও আলো বিদ্বেষ নাশী, প্রার্থনা তব চরণেতে।
আলোর বন্দনায় ভরুক প্রাণ, আঁধারের মলিনতা যাক সরে
মানবধর্মের চেতনায় জাগাও তাদের, আছে যারা ঘুম ঘোরে
হে অমরাত্মা ছায়া দাও এই মৃত্যু উপত্যাকায়, দুবাহু বিস্তারে
ধর্ম বর্ণ নির্বিশেষে জানায় আকুতি চরণে তোমার নম্রশিরে।
সোনারপুর
২৫শে বৈশাখ, ১৪২৮
(৯/৫/২১)