কালের নিয়মে সময় বদলায়, তবুও পথ একই নতুন অছিলায়
ইতিহাস জানে সে কথা, সত্য ছড়ানো তার পাতায় পাতায়
তর্ক বিতর্ক যাই থাক, অতীত বর্তমান ভবিষ্যৎ বোধহয় আলাদা নয়
সভ্যতার সব পথ ঘুরে ফিরে এসে  মিলেছে একই গোলক ধাঁধায় !

অতীতে সামাজিক শৃঙ্খল সুসংবদ্ধ হবার আগেই ভেঙেছিল বার বার  
একের পশুচারণ ভূমি গায়ের জোরে অন্য গোষ্ঠী করেছিল অধিকার  
বিরামহীন রক্ত ক্ষরণের মধ্য দিয়ে গঠিত হলেও সামাজিক সত্তার
লড়াই হয়নি লুপ্ত একই অথবা ভিন্ন জনগোষ্ঠীর, পেতে আগ্রাসী অধিকার।  
  
মেরুকরণের বৈষম্যে, সময়ের পথে পথে নেমেছিল ঘোর অন্ধকার
তবুও শুভ চেতনার কিছু মানুষের চেষ্টায় অগ্রগতির রথ এগিয়েছে আবার
এখন সময় ভিন্ন, যৌথ প্রচেষ্টায় বাঁচে মানুষ, সকলকেই সকলের দরকার
প্রকৃতির কোন সম্পদই নেই কারো একার দখলে, সময় এসেছে ভাবার।

স্থান কাল পাত্র আলাদা হলেও ফারাক তেমন হয় না প্রাথমিক চাহিদার
বুঝতে হবে সকলকেই, প্রাণের অস্তিত্ব থাকবে কি ? না পেলে খাবার
চাহিদার সাথে তাল মেলাতে কেউই নয় সম্পূর্ণ, চাই বোঝাপড়ার দরকার
রাজনীতি না মানবিক বোধ, কোনটা আগে ? হাঁটবে আদিম পথে আবার !  

যদি আদিম অবস্থাকেই শ্রেষ্ঠ মেনে নিই, তবে কেন এত কিছুর দরকার
শিক্ষায়, বিজ্ঞানে, মননে প্রতিদিন ঢক্কনিনাদ, চেতনায় কেবলই অন্ধকার
সামরিক খাতে খরচ বাড়ে দেদার অথচ খাবারের জন্য ওঠে হাহাকার
এ কোন সভ্যতার চালচিত্র যেখানে সব মানুষের নেই বাঁচার অধিকার !  

ডানে আর বামে সংঘাত নিরন্তর, কোথাও সরাসরি, কোথাও কম্বল মুড়ি
সব্বাই চায় মানুষের উন্নতি, ভাবনা আর বাস্তবে বিস্তর ফাঁক, মিথ্যার ফুলঝুরি
ঘরে বাইরে আলাপ বন্ধ, চোখে মুখে সন্দেহ, নিরীহ জনগণ পড়ে ফাঁদে
দিন শেষে রথী মহারথী মিলে যায়, শ্রমজীবী মানুষ মরে পথে পথে কেঁদে।  

সোনারপুর
৮/০৩/২০২২