প্রভেদ কিসে বোঝার আশে মন ধরেছে বাউল বেশ
বুঝতে প্রভেদ উঁচু নিচু সব ঘরেতেই পেট ভরায়
জীবন পথে খুঁজে খুঁজে পেল না সে প্রভেদ রেশ
প্রভেদ কিসে বোঝার আশে মন ধরেছে বাউল বেশ
হলেও হাসি নানা ভাবের, খুশিতেই সে ঝর্ণা হয়ে গড়ায়
কান্নাতেও পেল না প্রভেদ, কাঁদে সবাই দুঃখ শোকের ছায়ায়
প্রভেদ কিসে বোঝার আশে মন ধরেছে বাউল বেশ
বুঝতে প্রভেদ উঁচু নিচু সব ঘরেতেই পেট ভরায় ।
সোনারপুর
২৬/০৮/২০২১