স্বেচ্ছাচারের মাত্রা বাড়ে ক্ষমতা থাকলে হাতে
শিক্ষা দীক্ষা নৈবচ, বেচা কেনার হাটে
ভেদ থাকেনা দুই মেরুতে শাসক-শোশক এক
ফুলের দায় মালির উপর নির্বাসনে থাক
সব তন্ত্রেই এক গেঁড়াকল জাহান্নামে জনসাধারন
যুদ্ধ মানেই বাণিজ্যের ছক, কে ঠেকাবে মরণ।

সোনারপুর
১৭/০২/২০২২