যতই ভেবে সাজাও ঘুঁটি  
ছক্কার দান পড়ে না
ঝড়ে ঝড়ে জান লুটোপুটি    
বসন্ত বাতাস ফেরে না  
জীবন খাতায় কাটা কুটি
সাদা কখনো থাকে না।  

সোনারপুর
২০/১১/২০২২