শয়তানের হাতে বিজ্ঞান আর বানরের হাতে খড়্গ, তফাৎ কিছু নেই  
সারা পৃথিবীর সংবেদনশীল কিছু মানুষ বুঝছে, তবুও অবস্থা একই
পথ বদলায় না, মত বদলায় না, মানুষের অর্থে মানুষ নাশের পরিকল্পনা
গণমৃত্যুর হাতছানি, অটুট থাকবে সম্পদ, রাষ্ট্রীয় মদতে চলছে গবেষণা
এ কোন কাল্পনিক ভাবের উদয় নয়, জোর কদমে চলছে পাঞ্জার লড়াই
শুধু সময়ের অপেক্ষা, সুযোগের অপেক্ষা, হয়ত ঘটতেও পারে অচিরেই।  

না, আনবিক বোমার তেজস্ক্রিয়তার অভিশাপ বহনের ভয় নেই আর
মাত্র কয়েক ঘণ্টায় নেমে আসবে বিপর্যয়, অর্থনীতির আকাশে গুরুভার
ধসে যাবে লালিত স্বপ্নের অহঙ্কার, থাকবে মূল্যবোধহীন ভয়ঙ্কর অবস্থার চিহ্ন
সেয়ানে সেয়ানে লড়াই,  মাশুল গুনবে অজ্ঞাতে মানুষ, তবুও সে পথ নয় ঘৃণ্য !  
বিজ্ঞানের দানে অদৃশ্য সঙ্কেত জাল, অজান্তেই জীবনে নামাবে অন্ধকার  
কিছু বুঝে ওঠার আগেই হারিয়ে যাবে ভবিষ্যৎ, থাকবে শুধুই হাহাকার।  

শত্রুর শত্রু অন্যের মিত্র, ইতিহাস থেকে এ কথা আজো বর্তমান
আলো আঁধারির খেলায় শক্তির অক্ষ ভাগ, যুগ থেকে যুগে প্রবাহমান
হটাত যদি আলো নিভে যায়, অচল হয়ে যায় সব আধুনিক সুবিধা
ভাবনারও অতীত কি হবে মানুষের অবস্থা ? কল্প বিজ্ঞান নয়, বাস্তবতা
হয়ত কেউ বলবে পরে নস্ট্রা দামুর কথা, কেউ বা বলবে বিধাতার হাত
না, তা নয় আধুনিক বিজ্ঞানের দানে আসছে শয়তানী বরফ ঠান্ডা রাত  ।    
            
হয়ত কেউ হেসেই বলবে, পাগল,  নেই কাজ তাই আসমানে বুনছে জাল    
পানি নেই কোথাও , ধূ ধূ প্রান্তরে ঘাম ঝরিয়ে বেয়ে যায় অশনির হাল
চেয়ে দেখো, পাশাপাশি থেকেও মানুষে মানুষে হিংসার পাত্র কতটা ভরা
হাসির সীমানায় ঘৃণার দেওয়াল, মনের বাগিচায় বিভীষণ দহনের খরা
কীট পতঙ্গ, ইতর প্রাণ ও হাসছে, দেখে ক্লিষ্ট মানুষের নগ্ন বরাত
হয়ত বলছে ওরে মূর্খ, সাবধান হও, আসছে এগিয়ে শয়তানের হাত।    

সোনারপুর
২৭/১১/২০২১