খলের হয় না ছলের অভাব
ঘাসের ডগায় খোঁজে
শিশির বিন্দুকে সিন্ধু ঠাউরে  
ভাবেই কাহিনী রচে।      

দিন রাতের ফারাক বোঝে না
কুৎসিত ইঙ্গিতে মন
হা-হুতাশে তার বুকের পাঁজর
সদাই করে রণ।  

বিকৃত ভাবনার মন্দ বাসনায়  
নিজেকে ধংস করে
বাতাসের পিছে ছুটে হায়
শুকনো পাতারে ধরে।

সোনারপুর
৪/১২/২০২২