মন চায় খোলা হাওয়ায় ভাসি
জ্যোৎস্না মেখে পাশাপাশি বসি
পলাশ গন্ধে আগুন জ্বালাই বনে
গাঙ পেরোতে কেয়ার খেয়া মনে  
ভোরের তারার দীপ্তি নিয়ে চোখে  
জীবন দেখি সূর্য ডোবার আগে।

মেঘলা দিনের গুমোট কেটে যাক
কিছু যদি থাকে পড়ে থাক
কল্পনা রঙ ফাগুন মেখে গায়  
গোলাপ বাগে বাতাস খেলে যায়  
মন উঠুক নতুন করে সেজে
অনুভবের দোদুল দোলায় নেচে।  

ঘূর্ণিপাকের স্মৃতিরা থাকনা দূরে সরে  
রঙের তুফান উঠুক হৃদয় ভরে।

সোনারপুর
২৪/০৯/২০২২