হারিয়ে যাবার আগে রঙ নিও মেখে  
জীবনটা হোক রঙিন
ষোল থেকে ষাট যাক সব ভেসে
হোক সে বাধাহীন
দুঃখ বেদনা গুলো সব সরিয়ে রেখে    
ভালোকরে বাঁচ প্রতিদিন ।

ভেবে ভেবে লাভ হোল ঠিক কত
হিসেবে কি বলে
উড়তে পেরেছ কি ঐ ঘুঁড়ির মত
সীমাহীন আকাশের কোলে
দেখ মেঘেরা ভেসে যায় ইচ্ছে মত
সব বাধা ভুলে।

উড়তে উড়তে যদি সুতো কেটে যায়
ভাবনা করোনা এত
ঠিক ভুলের পঞ্জিকা থাক সময়ের খাতায়
চলো নিজের মত  
জীবনটা দেখতে হলে বয়স বাধা নয়
চাই একটা ছুতো
শুধু একটা ছুতো।

সোনারপুর
৩১/১২/২০২০