দ্বন্দের ছন্দে জীবন বেহাল
ভালোবাসার ঘরে হরতাল
চলায় বলায় আজব হাল
দেখেশুনে কাটে তাল  
শুকনো ডাঙায় ফেলে জাল
ঘোরে ভাবে ভরাখাল।

সোনারপুর
১৮/০৯/২০২১