সময় দীর্ঘ সঙ্কট কালে
দিন অথবা রাত্রি
স্নায়ুর খেলা বিজ্ঞান বলে
চাপে অসহায় যাত্রী
ভাবনা কর্ম সবই ভোলে
আনচান হৃদয় তন্ত্রী।

সোনারপুর
৩০/১১/২০২১