কে জানে কতদিন চলবে রিমঝিম
অভিমানে ভরা মন, আকাশটা মেঘলা
দেখে তারে আড়চোখে মনেহয় একলা
দাঁড়িয়ে জানালায় তাকিয়ে দূরের পানে
কাকে যেন খুঁজে যায় আনমনে
পড়লে চোখে চোখ শরীরে শিহরন  
হৃদয়ের পাড় ভাঙে দুরন্ত সাইক্লোন  
ভাসার নেশায় মন করে  সিম-সিম।  

জীবনটা যেন এক রাতজাগা শিউলি
আলোর সাথে তার ভীষণ আড়ি
হিমে ভিজে সারারাত ভোরে গড়াগড়ি
আলোর উঠোন জুড়ে ছড়িয়ে থাকে
না বলা কথার ভার রেখেই বুকে
প্রেম নিয়ে আসেনি কোন অলি।

সোনারপুর
২৭/০৯/২০২১