ছুত অচ্ছুতের বাতিক আজো
চলছে বহাল তবিয়তে
মুখে থাকলেও উদার ভাবনা
অনাসৃষ্টির ঝড় মনেতে
তিলে জলে দোষ খন্ডন
যত রোষ নখেতে।

কেহ কেহ তুতো ভাই
ছুঁলেই আসে শান্তি
ভুল শ্লোকেও  ক্ষতি নেই
গৃহস্থ পায় তৃপ্তি
দান সামগ্রীর মূল্য দিলেই
দোষের হয় নিস্পত্তি।

অলক্ষে থেকে ব্রহ্মা ভাবে
গড়াতেই ভুল তবে
পালন কর্তা শুয়ে বসে
কেউ বা রসেবশে
মহারাজ যম ব্যস্ত দিনেরাতে  
হিসেব সামাল দিতে।

দোষ খন্ডনের হিসেবের কলে  
ফর্দে বিধান মেলে
এলে কম, গেলে বেশী
পন্ডিত মহা খুশী
আত্মা নাকি হয় স্বর্গবাসী
সকল অকর্ম ফেলে !  

সোনারপুর
২/০১/২১