কুমীর যদি কান্নায় ভাসে
শেয়াল যদি হাসে
অবস্থা কি পাল্টায় তবে
জীবন জীবিকার ক্যানভাসে
গণতন্ত্রের মাঠে কোনটা অধিকার
বোঝেনি আজো সমঝদার।

সোনারপুর
৬/০৮/২০২১