সব ব্যাঞ্জনে এক মসলা, রাঁধুনি নাকি বেজায় গুণী  
যাই বানায় সুস্বাদু হয় শুক্তো থেকে বিরিয়ানি !  
পেট বলে যে যাই বলুক, খিদে মিটলেই মোক্ষ
জিভ বলে সখ্যতা নেই, কপি পেস্ট নয় আমার লক্ষ্য।        

রাঁধুনি বলে, পেট আসলেই প্রকৃত জ্ঞানী  
শান্তি পায় নির্বিবাদে ভর্তি হলে ভান্ড খানি  
জিভের নেই কাজ, খুঁত খুঁজেই বাড়ায় হয়রানি  
হেঁসেল ঠেলে জুগিয়ে যাওয়া, কথা নয় চাট্টিখানি।        

সোনারপুর
২১/৭/২১