গণতন্ত্র ষড়যন্ত্র আশ্বাসে মোড়া বিদঘুটে কুইনিন  
না চাইলেও গিলতেই হয় ঠান্ডা চাহনিতে রাতদিন
ভাঙা রেকর্ডে খ্যানখ্যানে আওয়াজে করলেও মাথা ঝিমঝিম
মন না চাইলেও শুনতেই হয় কথাকলি, হলেও তা ফলহীন।

ভাগাভাগি কাটাকুটি একটাই খেলা, শেষে পড়ে থাকে শূন্য  
প্রতিবাদ প্রতিরোধে হয় না ফল, তকমা জোটে বন্য
মানুষের লাশে মান্যবর হাসে,  নির্বাচিত করে হও ধন্য
হাজার প্রহসনে গেলেও গচ্চা করের অর্থ, নির্বিকার বরেণ্য।  

কখনো বোড়ে, কখনো নৌকায়, ছকে ছকে খেলা ওঠে জমে  
ভোগী আর দাগীতে বন্ধন অটুট, রঙের বদল হয় খামে  
বড় থেকে ছোট লাশেই খুশ, নেই বাধা দিবসে বা যামে  
অনুদানের পায়রা উড়িয়ে কেনা শান্তি, তুচ্ছ জীবনের দামে।        

ষড়যন্ত্র, একটাই মন্ত্র, ভাগাভাগি করে মাটি, মিটিমিটি হাসি
বোকা হাঁদারা দায় নিয়ে কাঁধে, স্বেচ্ছায় পরেছে গলায় ফাঁসি
দূরদৃষ্টি নব সৃষ্টির কেতন,  শিক্ষায় নয় কখনো বরাদ্দ বেশী  
বাজাও ডঙ্কা ধরলে ভাঁড়ারে টান, কর বাড়িয়ে তোল রাশি।  

হরি-মটরে মেটেনা খিধে, সুজলা শ্যামলায় অধিকার হীন  
যন্ত্রীর মত নয় যন্ত্রের মত চলা, পরমায়ু হাতে প্রতিদিন
আলোর উৎস মেঘে ঢাকা, দয়ার পরমান্ন ফেরানো কঠিন  
ক্ষুধিতের ব্যথা শ্রমিকের কথা বোঝে না কেহ, ওসব মূল্যহীন।    

সোনারপুর
১৫/১০/২০২১