জীবনের প্রতিপদে শুরু, কোথায় শেষ নিশ্চিত ভাবে অজানা
কোনটা ঠিক; কোনটা ভুল; সময় কি বলে ? সবটাই দোটানা !
কখনো বাউন্সার, কখনো গুগলি, সামলাতে সামলাতে কেটে যায় জীবন
যে পারে সেও মানুষ, না পারলেও মানুষ, ঠিক কোনটা প্রয়োজন।
প্রভাতে যে মন রঙে প্রলুব্ধ, দিনান্তে হয়ত সে নিঃস্ব ভাবনায়
খুঁজে যায় আতিপাতি করে শান্তির ছায়া, কালের নির্মম উপেক্ষায়
নির্জন গভীরতায় ভাঙে স্বপ্নের দেউল, আগে পিছে ঢাকা আঁধার
উদাসী প্রতারণায় বাঁচে জীবন, চেতনায় জাগে মৃত্যুর ঝংকার।
স্বার্থ ছাড়া সব শূন্য, সত্য হলেও জীবন চায় না যে মানতে
মোহ; পথ চেয়ে থাকে ভালবাসার, হয়ত বা মনের অজান্তে
অন্ধকার জড়িয়ে থাকা পথে নক্ষত্রের আলোই যেমন ভরসা
এ জীবন বুঝতে পারে না, সুখ কিসে বিরোধ না উপেক্ষা।
সোনারপুর
১৩/১১/২০২১