ক্ষমতার প্রকাশ না পেলে  
সব সাধনাই বেকার
মারণাস্ত্রের গবেষণায় পাল্লা চলে
দানের অর্থেও দেদার
থামবে কবে, কোথায় পৌঁছালে
সময় নেই ভাবার।  

সোনারপুর
২১/৮/২০২১