কার চেতনে কোনটা করি তর্কে বোঝা দায়
মজে থাকি রসে বসে আমিতে নিয়ে ঠাঁই
কালের চলন সুক্ষ অতি বুঝতে পরাণ যায়
কার চেতনে কোনটা করি তর্কে বোঝা দায়
অলক্ষ্যে হাসে কালের আমি শুধুই বোঝা বাড়ায়
ডাকলে মাটি যেতেই হবে বৃথা তর্ক তাই
কার চেতনে কোনটা করি তর্কে বোঝা দায়
মজে থাকি রসে বসে আমিতে নিয়ে ঠাঁই ।
সোনারপুর
০২/০২/২২