ষাটের পরে টিকে থাকলে দুর্গতির শুরু, সুস্থ বা অসুস্থতায় প্রতিদিন
মন চায় ঘুরে বেড়াই, চুটিয়ে আড্ডা মারি, ফিরে যাই কিশোর কালে
ভাবনা গুলো ভেংচি কাটে, বুঝতে পারি সময় এখন উল্টো পথেই চলে
সুস্থ থাকলে সব ঝামেলা একার ঘাড়ে, কারো নাকি সময় নেই !
ভারী রোগে বা বাতের ব্যথায় কাবু হলে হারিয়ে যায় সুখ স্বপ্নের খেই
ডাক্তার বদ্যিতে জেরবার, খরচ বাড়ে, অর্থের যোগান কোথায় পাই
নাড়ী টেপা ডাক্তার অমিল, পরীক্ষা নিরীক্ষায় পকেট ফরদা-ফাঁই
ওষুধ পথ্য পরের ব্যাপার, একটা টানলে আর একটা অর্থহীন।
ষাটের পরে মন চায় শরীরের একটু যত্ন নিই, ক্রিজে থাকি যেকটা দিন
খাবারে, বিশ্রামে, সাজগোজে, চলনে, উঁহু তাতেও হবেই বাড়তি বিপদ
লক্ষন রেখার দাপটে সে আশাতেও ছাই, কানে আসে কু-কথা, আপদ
সংসারের দিকে নজর নেই, মনে এখন রঙ লেগেছে, হামাগুড়ি দিচ্ছে চোখ
বিশেষ বিশেষ বিশেষণের ঠেলায় প্রাণ ওষ্ঠাগত, মিটেযায় ভালো থাকার ঝোঁক
বিধি নিষেধের বাড়ে আয়তন, কাদের সাথে মিশতে হবে, কাদের সাথে নয়
দিনান্তে মশারির ভিতর একা একাই ভাবি ষাটের পরে জীবন কি এমনি ভাবে বয় !
নিজের গড়া বাড়ী; ঘর একটা আছে বটে, মাঝে মধ্যে সেটাও ছাড়তে হয়
বসার ঘরে সোফায় শুয়ে ঘুম আসে না, সান্তনা পাই এইভেবে জগতে আমার কিছুই নয়
এরপরে অসুস্থ হলে ! ঘনিয়ে আসে দুর্বিষহ সময়, স্মৃতির ঝড়ে চোখের কোণে জল
মনে আওড়াই অমোঘ সত্য; জীবন, সংসার সবই অনিত্য, কেবল দিন কতকের ছল
সময়ে রোজগারের দায়, এখন শান্তি রক্ষায়, স্পিন সামলাতে এক্সট্রা টাইম অর্থহীন।
সোনারপুর
২৮/০৮/২০২২