তুল্য মূল্য হয় গো যদি শুধু আবেগ নির্ভর
রুক্ষ সময় হয় না সরস আবেগে নির্ঝর
ঠূলি পরা চোখ বোঝে না তুলা দন্ডের মাপ
আবেগ ঘন ভাব তরঙ্গ শুধু বাড়ায় মনস্তাপ
শ্যাম রাখি না কূল রাখি ভাবের অন্ধকারে
হুঁশ ফেরেনা কফিনবন্দির আগে, মতান্তরে।
সোনারপুর
২৭/০৯/২০২২