কমিশনের সঠিক অর্থ কি ? ভাব অনুযায়ী সঠিক অর্থ মেলে !  
ভাব সম্প্রসারণের শেষের পাতায় উত্তরটা কেউ সত্যি খুঁজে পেলে ?  
ব্যখ্যা নানা থাকতে পারে তার, তবে ব্যাপারটা বেশ গোলমেলে    
উন্নয়নের জন্য কমিশনে, কমবেশি সুফল তার হয়ত মানুষের মেলে ।    

মানুষ ছিল, মানুষ আছে কমিশন হয় উন্নয়নের,  মাঝে মাঝে  
তবুও ভিন্ন ভাবটা বেশ প্রকট বুকের মধ্যে ভীষণ বাজে
আমজনতা যা বোঝে তা যদি বুঝত কমিশনের দুত গিয়ে কাজে  
দুঃখ গুলো পড়ত ঢাকা আমজনতার, গনতন্ত্রের আসল সাজে।

মুখের কথায় কিছুই হয় না, সব কাজেতেই কমিশনের অভিজ্ঞতা
কোন রকমে বাঁচার নেশায়; আশায়, অন্যায়ের সাথে করা সমঝোতা  
কমিশন যায় কমিশন আসে,  বুঝবে কবে কমিশনের সোজা কথা  
বুকের ব্যাথা বুকে চেপে দৌড়ে হেঁটে জীবন বাঁচায় আমজনতা ।  

যেমন তেমন লেবেল একটা পেলে, বাঁচাটা হত বেশ মজার
নানা সুযোগ নানা উৎকোচ হিসেব করে হত না যেতে বাজার
কমিশনের পুষ্টি গুণে কারো কারো স্থাবর অস্থাবর বেড়েই চলে  
ভাবনাটা দিচ্ছে হানা, কমিশন গড়ে জনতার কি কমিশনের মুক্তি মেলে ?      

সোনারপুর
২৫/০৪/২০২৩