দেখে অর্বাচীনদের নৃত্য কলা
হলেও জীবন ঝালাপালা
মনের কথায় ভাসিয়ে ভেলা
চলছে নামসঙ্কীর্তনের খেলা  
খই ছড়িয়ে জনসৎকারের পালা  
গণতন্ত্রের এমনি শলা !!

সোনারপুর
৪/৬/২১