বসন্ত রঙে বইলে বাতাস
মন মহুয়া ছড়ায় সুবাস
নিশিথে ঘুম টুটে যায়
মহুয়া শরাব পানের নেশায়
দিলের শশী দোদুল দোলায়
মাঙে মহাব্বতের আসমানি আশ।
জাগে নিশি আকাশ ফুলে
মঞ্জরীতে তার ঢেউ তুলে
লুটায় শরমের ঘোমটা খুলে
আগুন পলাশ আম মুকুলে
কবরীতে তার করবী দোলে
ছড়িয়ে সুবাস ফুলে ফুলে।
গুঞ্জনে মেতে মৌমাছি দল
ধায় দিকে দিকে অবিরল
পিয়াসী মৌটুসি পাখনা মেলে
মনের বাসনা কাকে বলে
জানিতে চায় কত ছলে
পুড়িলে মন বসন্ত অনলে।
হৃদি পাপিয়া নিশি জাগে
অভিসার মাগে গোপন রাগে
দখনে হাওয়ায় দুরন্ত আশ
মেটে না থাকিলে পরবাস।
সোনারপুর
৩/৩/২০২৩