আরশি হলে পারদ হারা, যায় কি দেখা মুখ
যাপন হলে অবিশ্বাসের, দেয় কি ধরা সুখ
নিয়ম করে মানিয়ে চলা, হাসি রেখে দূরে
ছেঁড়া তারের যন্ত্রে কি আর সুরে ভুবন ভরে !
হাত ধোয়াতেই ভরে না পেট, মুখে তুলতে হয়
রোদ্দুর সে ভালো হলেও, চৈত্রে তা কি সয়
জল ছাড়া বাঁচেনা জীবন, জলেই ভীষণ ভয়
চিকন শোভা পদ্ম পাতায়, যখন জলে রয়।
অনুভবের শুকালে কাজল, তখন শুধুই কালো রঙ
সাজো যতই যত্ন করে, বলবে লোকে সঙ
কোন কথাটা কত দামি, যায় বোঝা তার অভাবে
রঙ মাখলেই সুন্দর নয়, রঙ না থাকলে অনুভবে।
সোনারপুর
০১/১২/২০২১