ইতিহাস ঘেঁটে কি হবে ? নতুন সকাল যেন বর্ণান্ধ হয়
বর্ণা-শ্রম নাকি কর্মা-শ্রমের নট, কে যেন ছিল কার আগে !
চক্রান্তের নাটকে কোথাও বলা হয়নি, দরকার শুধু বর্ণ পরিচয়
ইতিহাস ঘেঁটে কি হবে ? নতুন সকাল যেন বর্ণান্ধ হয় ।
বর্ণে যদি পরিচয় হয়, নটেদের বুকে আজো দবানল জাগে
কান পাতলে শোনা যায় অন্তরালে বুকফাটে ক্ষোভে দুঃখে রাগে
ইতিহাস ঘেঁটে কি হবে ? নতুন সকাল যেন বর্ণান্ধ হয়
বর্ণা-শ্রম নাকি কর্মা-শ্রমের নট; কে যেন ছিল কার আগে !
সোনারপুর
২০/৯/২০২৩