দূরে নয় কাছাকাছি, এই বেশ ভালো আছি
গলায় গলায় মিলে রঙিন নিশান তুলে
দেখা হল কথা হল এতদিনে
কি করে থাকি বল সব ভুলে
চেয়ে দ্যাখো লাখে লাখে সব বেঁচে আছি।  

পায়ে পায়ে পথ চলা নিষেধের ভেঙে তালা  
মিছিলে মিটিঙে আমরা জনতা;  নয় হেলা ফেলা
পথ দেখাতে কত গুণীজন রাস্তা ফেলছে চষে
সব ছেড়ে আমরা কী থাকতে পারি ঘরে বসে
ঝলসানো রোদে ঝড় তোলে শুধু আমাদের কথা ভেবে
আমরা জনতা বারোয়ারী সম্পদ ডাকলে যেতেই হবে।    

বাড়লে বাড়ুক করোনা জনারণ্যে  গণ উৎসবের কটাদিন  
মরলে মরব, তবুও জিতব, সংবাদ শিরনাম হবো প্রতিদিন    
বেনিয়ম যখন জপের মালা; সদাই চলে আকচা আকচি
কাজের কথা সরিয়ে রেখে দূরে, সব্বাই ভালো আছি
দূরে নয়;  আসুক করোনা আরো কাছাকাছি
দুপায়ে দলে ভয়, মিছিলে মিটিঙে করি নাচানাচি।  

সোনারপুর
০৬/০৪/২১