মুখে বলি হরি হরি আপন ঘরেই করে চুরি  
সৎকর্মে অনীহা ভীষণ হরি প্রেমে ভাসাই তরী  
কন্ঠি গলায় তিলক লেপে সুযোগে চালাও ছুরি
পড়লে পাকে উতরাতে চাও স্মরণে নিয়ে হরি !

বোঝ নাকি দেখেন তিনি কর্ম তোমার সর্বক্ষণ
কোন পথে কোথায় তুমি করছ কি আহরণ
সংগোপনে কেমন করে করছ কোথায় সংরক্ষণ
ভবের ধুলোর প্রতি কণায় করেন তিনি বিচরণ।  

রাখলে তাঁকে কর্ম মাঝে দেয় পাহারা সর্ব কাজে
সৎ অসতের দায় থাকে না সকাল কিমবা সাঁঝে
ভাবে ভাবনায় হয় না বিরোধ মুখ মুখোশের মাঝে
বহু রূপে তিনিই সত্য না হলেও তোমার সাজে।  

চর্ম চক্ষে যা দেখছ;  তিনি সব খানেতেই বর্তমান  
সরালে ঠুলি দেখতে পাবে সবার মধ্যেই অধিষ্ঠান
সঁপে দিলে হৃদয় তোমার আর হবে না মুহ্যমান
কার সংসারে কে তুমি ? হবে এই ভাবনার অবসান।  

সোনারপুর
৫/০৮/২২৩