বুঝিসনে মা কালের গতি
তুই নাকি বিদ্যেবতী
রেখেছিস আদ্যিকালের যন্ত্রে মতি    
কচি-কাঁচাদের হলেও ক্ষতি    
অনলাইনেই সব পাচ্ছে খ্যাতি
মনোহরা ট্যাবেই গতি ।

সোনারপুর
১৬/০২/২১