শক্তির ভক্তিপীঠে ভক্তের আস্থানা, সাধুকুল পাহারা দেয় যতনে
সাধ্য নেই গলে যায় মাছি ভেঙে বজ্র কঠিন নিরাপত্তা
শয়তানের কুঠুরিতে যুদ্ধের প্রস্তুতি প্রতিদিন চলে গোপনে
শক্তির ভক্তিপীঠে ভক্তের আস্থানা, সাধুকুল পাহারা দেয় যতনে।
অভাব নেই কিছু তোলার কল্যাণে এলাহি ব্যবস্থা ভক্তের সম্মানে
শৃঙ্খলার কথাকলি এখানে অচল মহামায়ার ইচ্ছাই অন্তিমতা
শক্তির ভক্তিপীঠে ভক্তের আস্থানা, সাধুকুল পাহারা দেয় যতনে
সাধ্য নেই গলে যায় মাছি ভেঙে বজ্র কঠিন নিরাপত্তা।
সোনারপুর
০২/০৯/২০২২