যারা চলে গেল; শিখিয়ে গেল; দেখিয়ে গেল বাঁচার দিশা
বলে গেল ভয় পেওনা;  এলেও প্রাণঘাতী ঝড় সর্বনাশা  
মানুষ তোমরা;  শ্রেষ্ঠ প্রাণ,  শৃঙ্খলাতেই বাঁচে আশা
পারবে না কেউ জিততে বাজী; কোথায় তেমন দুর্বাসা ।  

স্রষ্ঠা যখন ছেড়ে গেল ; জল মাটি আর সবুজ মাঝে  
ঘাত প্রতিঘাত সয়ে সয়ে,  দক্ষ হলে নানান কাজে
সাধনে ভাসিয়ে তরী; জয় এনেছ মুঠোয় ধরে, আপন রাজে        
আছে নাকি শক্তি কারো ! জিতবে বাজী ধূর্ত সাজে।  

ঝড় উঠলে ঝরবে পাতা; ভরবে ধুলোয় আকাশ জমিন  
তাই বলে কি হারিয়ে আশা মানব প্রাণ হবে বিলীন !
ভয় পেওনা; এগিয়ে চল জিততে বাজী, আনতে সুদিন  
মগজ তোমার স্রষ্টার দান, তোমার মাঝেই স্রষ্টা আসীন ।

সহায় তোমার;  শক্তি যোগায়, জল মাটি আর সবুজ প্রাণ
শত্রু এলে ঝাঁপিয়ে পড়; বাগিয়ে ধর, শানানো মগজ কৃপাণ
হার মেনেছে শত্রুরা সব যুগে যুগে, কেউ পায়নি পরিত্রাণ  
এই বাজী ও জিতবে মানুষ মগজাস্ত্রেই, রাখবে স্রষ্টার মান।  

সোনারপুর
১২/০৮/২০
    


বিঃদ্রঃ - যখন গোটা পৃথিবী কাঁপছিল করোনার প্রকোপে, ভ্যাকসিনের গবেষণায় দিনরাত এক করে বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছিলেন, সেই সময়ের লেখা এটি। হারিয়ে গিয়েছিল, আজ খুঁজে পেলাম।