বিরোধী মানেই দেশের শত্রু
অকারনে ও কারণ  
সমর্থন দিলে সময়ের মিত্র
অপকর্মে নেই বারণ
ঘোলা জলের একটাই গোত্র
ঘর গোছাতে বিভীষণ।  

সোনারপুর
০৮/০৭/২০২৩