আহা এই জোনাকিরা কেন যে শুধু রাতেই জাগে
দল বেঁধে গাছে গাছে কি কথা বলতে চায়
কেউ কি জানতে পেরেছে, কে তার খবর রাখে
আহা এই জোনাকিরা কেন যে শুধু রাতেই জাগে
অচেনা ভয়ের গন্ধ জড়ানো ঝোপে অথবা শেওড়া গাছে
আঁধারের সাথে গলাগলি করে দিনের আলোয় কোথায় যায়
আহা এই জোনাকিরা কেন যে শুধু রাতেই জাগে
দল বেঁধে গাছে গাছে কি কথা বলতে চায় ।
আলো জ্বলা পেট কি ক্ষুধার কথাই যায় জানিয়ে
কাব্যে গল্পে পেয়েছে ঠাই, প্রাণের মূল্যে বাড়ে রোশনাই
মায়ার জগতে কত কিছু ঘটে নিতে হয় মানিয়ে
আলো জ্বলা পেট কি যন্ত্রনার কথা যায় জানিয়ে
প্রশ্ন আসেনা উদার মনেও, স্বযত্নে যাই এড়িয়ে
ক্ষুদ্র প্রাণের মূল্য নেই, এটাই স্বাভাবিক ধরে নিই ।
সোনারপুর
৯/১০/২০২১