রামনাম করে না শেয়াল  
হুক্কা হুয়াই ডাকে
ময়দার টোপ গেলে না বোয়াল
সাধে না গলা কাকে
রাখো যদি একটু খেয়াল
শুনবে পথের বাঁকে।    

সোনারপুর
৬/১১/২০২২