না বুঝে নামলে পথে
বিদ্ধ হবেই আঘাতে  
রোষের বোঝা চাপবে রথে  
আমৃত্যু থাকবে সাথে
জীবন হবে দুর্বিষহ পচাক্ষতে
উপশম নেই চিকিৎসাতে।  

সোনারপুর
২০/১১/২০২২